মেঘমাটি ভিলেজ রিসোর্ট – ময়মনসিংহের সবচেয়ে বড় রিসোর্ট

গ্রামীণ পরিবেশে ঘন ডাল দিয়ে দুপুরের খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে শরীরকে কিছুটা অলসতা এনে দিতে কে না চায় কিন্তু যান্ত্রিক জীবনে এমন কিছুর সুযোগ বা সময় পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তবে Meghmati Village Resort ঠিক তেমন একটি পরিবেশ আয়োজন করে রেখেছে ভ্রমণপিয়াসীদের জন্য।

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এই রিসোর্টটিতে যে ব্যাপারটি সবচেয়ে আপনাকে মুগ্ধ করতে পারে তা হল স্বাস্থ্যকর খাবার। এই যেমন রিসোর্টের নিজস্ব খামারের গরুর খাটি দুধ এর চা, পুকুরের ফ্রেশ মাছ, বাগানের তাজা শাক-সবজি, মৌসুমী ফলের স্বাদ কোনটাই কম উপভোগ্য নয়। আর খাবারের মেন্যুতে দই বেগুন, কলিজা ভুণা, ঘন ডাল, ব্যাম্বু চিকেন এর মত অসাধারণ সব আইটেম তো আছেই।

মেঘমাটি ভিলেজ রিসোর্ট এর পুরো এরিয়াটি বেশ প্রশস্থ। তবে এত প্রশস্থতার মধ্যেও নেই নিরাপত্তার কোন ঘাটতি। এখানে এত কিছু করার আছে যে একদিন খুব কমই মনে হবে। পুকুর কিংবা সুইমিংপুল সাঁতার কাটতে পারেন যেকোন জায়গায়। খেলতে পারেন ব্যাডমিন্টন কিংবা টেবিল টেনিস যা মন চায়। গ্রামের মেঠো পথে সাইকেল চালানোর শখ অপূর্ণ থাকলে সেটাও মিটিয়ে ফেলতে পারেন অনায়াসেই। আর এসব কিছু করতে মন না চাইলে নীরবে গাছের ছায়ায় বসে পড়ুন আর উপভোগ করুন পাখিদের গুণগুণানি।

রিসোর্ট এর স্টাফদের আথিথেয়তা আপনার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট। আপনার কোন কিছুর প্রয়োজন হলে একবারের বেশি বলতে হবে এমন সম্ভাবনা অনেক কম। তাদের প্রফেশনালিজম ও অমায়িক আচরণ এই দুটো মিলিয়ে পুরো পরিবেশটা বেশ ফ্যামিলি ফ্রেন্ডলী করে রেখেছে।

কাজের চাপ, মানসিক চাপ এগুলোকে দু-একদিনের জন্য শহরে রেখে ঢাকার অদূরে গ্রাম্য পরিবেশে যারা মানসিক প্রশান্তির দেখা পেতে চান, নিতে চান বুক ভরে নিঃশ্বাস তাদের জন্য মেঘমাটি ভিলেজ রিসোর্ট হতে পারে নিঃসন্দেহে ভাল একটি পছন্দ।

Share with your beloved

মন্তব্য করুন