বেস ক্যাম্প বাংলাদেশ – দেশের সর্বপ্রথম আউটডোর অ্যাক্টিভিটি ক্যাম্প

রিসোর্ট শব্দটি শুনলেই মনে হয় রিল্যাক্স ট্যুরের প্রতিচ্ছবি। তবে এই রিল্যাক্স এর পাশাপাশি যদি আপনার ট্যুরকে অ্যাডভেঞ্চারাস করতে চান তাহলে ঘুরে  আসতে পারেন দ্যা বেস ক্যাম্প রিসোর্ট বাংলাদেশ থেকে।

বেস ক্যাম্প বাংলাদেশ রাজধানী ঢাকা থেকে ৩৭ কিলোমিটার দূরে গাজীপুরের রাজেন্দ্রপুরে, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে অবস্থিত। এটি মূলত অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য তৈরি করা হয়েছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই রিসোর্টটি দেশের সর্বপ্রথম আউটডোর অ্যাক্টিভিটি ক্যাম্প।

ক্যাম্পে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে বিশাল পার্কিং লট এবং বিস্তৃত সবুজে ঘেরা মাঠ। পার্কিং এরিয়া জুড়ে অতিথিদের পার্ক করে রাখা গাড়ি। আর খোলা মাঠে কেউ হয়তো ক্রিকেট খেলছে কেউ ফুটবল, কেউবা তীর ছোঁড়াছুড়ি করছে।

সাথে দেখতে পাবেন শহরে বন্দী শিশুরা কীভাবে সাইকেল বা বল নিয়ে খোলা মাঠকে উপভোগ করতে ব্যস্ত। ওই মাঠেই অভিজ্ঞ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত “অনগ্রাউন্ড” চ্যালেন্জ, “অন ট্রি” চ্যালেন্জের মতো বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কর্মকান্ডের ব্যবস্থা রয়েছে।

এদের মধ্যে রয়েছে আর্চারী, সাইক্লিং, বোটিং, রোপ ট্রেঞ্চ, ফুটবল, ব্যাডমিন্টন, রোপ ওয়াকিং, ক্রিকেট, জিপ লাইন, মান্কি পাস, টায়ার পাস, ফরেস্ট ট্র্যাকিং ইত্যাদি। ক্যাম্পে আরো রয়েছে সুইমিংপুল, যেখানে আপনি মনের আনন্দে লাফালাফি করতে পারবেন। এর বাইরে রয়েছে ট্রি হাউজ, ট্র্যাকিং ও ফিশিংয়ের সুব্যবস্থা।

তাছাড়া মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পে তাবুতে থাকার ব্যবস্থা করা হয়। আপনি চাইলে তাবু খাঁটিয়ে থাকার পাশাপাশি বার্বিকিউ পার্টি ও ক্যাম্প ফায়ারিংয়ের আয়োজন করতে পারেন। বেস ক্যাম্পে মূলত দুই ধরনের তাবুর ব্যবস্থা রয়েছে। একটিতে চারজন একসাথে থাকা যাবে এবং অপরটিতে দুইজন। তাবুতে থাকার খরচ মানুষ সংখ্যা, কার্যক্রম সবকিছুর উপর নির্ভর করে।

আপনি চাইলে সিংগেল রুম, ডাবল রুম এমনকি পুরো বাংলোও ভাড়া নিতে পারবেন। তবে পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে আসলে অগ্রিম রুম বুকিং দিয়ে রাখা উচিত, কারণ রুম খালি পাওয়া একটু কষ্টকর। সাধারণত বেস ক্যাম্পে দিনে ও রাতে বুফের আয়োজন থাকে। তবে অগ্রিম বুকিং দিয়ে রাখলে নিজের পছন্দমতো খাবারের ব্যবস্থা করতে পারবেন।

ক্যাম্পের রিসিপশনিস্ট, স্টাফ, ইন্সট্রাক্টর সবার অতিথেয়তা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। পিকনিক, তাবুতে থাকার অভিজ্ঞতা অর্জন- সবকিছু মিলিয়ে অ্যাডভেঞ্চারপ্রেমীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ।

Share with your beloved

মন্তব্য করুন