আমরা রিসোর্ট বললেই বুঝি শহর থেকে অনেক দূরে কোন নিরিবিলি পরিবেশে একটুকু প্রশান্তির পরশ। কিন্তু কেমন হয় যদি সেই প্রশান্তির দেখা পাওয়া যায় শহরের প্রাণকেন্দ্র হতে মাত্র ২-৩ কিলোমিটারের মধ্যে! হ্যাঁ চট্টগ্রাম শহরের মধ্যেই অবস্থিত ফয়েজলেক রিসোর্ট নামের দারুণ এই লেক রিসোর্টটি।
পাহাড় ঘেঁষে লেকের ধারে অবস্থিত রিসোর্টটির নির্মাণশৈলী এক কথায় অসাধারণ। এই রিসোর্টের আরেকটি মজার বৈশিষ্ট্য হল এটিতে চেকইন ও চেকআউট করার সময় দুইটি স্বল্প বোর্ট ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়।
এখানকার রুমগুলো যেমন স্পেশিয়াস, ব্যালকনিগুলোও বেশ বিস্তৃত। আর আশেপাশে রয়েছে ঘুরে দেখার মত সুন্দর কিছু জায়গা। এই রিসোর্টের আরেকটি অন্যতম আকর্ষণ হল ওয়াটার পার্ক। আর বোট নিয়ে লেকের চারপাশ ঘোরার সুযোগ তো আছেই। যারা রাতের পরিবেশটা উপভোগ করতে চান তাদের জন্য আছে বারবিকিউ এর আয়োজন।
একটি পারফেক্ট ভেকেশনের জন্য যা যা দরকার সবকিছুর ভাল একটি কম্বিনেশন পাওয়া যায় এই রিসোর্টটিতে। যারা মূল চট্টগ্রামে অবস্থান করেই কাপ্তাই বা রাংগামাটির ফ্লেভার পেতে চান তাদের জন্য খুব ভাল একটি অপশন হতে পারে ফয়েজলেক রিসোর্ট।