বান্দরবন এর যে কটি রিসোর্টে রাত কাটালে আপনার সত্যিই মনে হবে বান্দরবনে আছেন আরো সহজ পাহাড়ী ফিলটা পাবেন তার মধ্যে Bandarban Greenpeak Resort অন্যতম। রিসোর্টে প্রবেশের মুখেই সারি সারি সুউচ্চ গাছগুলোর মাঝে পাহাড় ঘেষা রেস্টুরেন্টটা দেখেই মন ভাল হয়ে যায়। সিঁড়ি বেয়ে কটেজে যাওয়ার পথগুলোর দুপাশ জুড়ে রয়েছে ফুলের বাগান এ যেন পাহাড়ের বুকে সাজানো ছোট খাট একটি পার্ক।
রুমে প্রবেশের সময় মনে হবে কিছুক্ষণ বারান্দা দাড়িয়ে চারপাশটা একটু দেখে নেই কারণ প্রথমবার ঐখানে দাঁড়ানোর অনুভূতিটাই অন্যরকম। পাহাড়ের মধ্যে হলেও রুমগুলোর ইন্টেরিয়র ও ফ্যাসিলিটি বেশ আধুনিকই বলা চলে। পুরো পরিবেশটা পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যত্নশীল মনে হল।
Bandarban Green Peak রিসোর্টের আর যে ব্যাপারটি অসাধারণ তা হল রাতের পরিবেশ। ইকো ফ্রেন্ডলী লাইটিং এর কারণে একপাশ হতে অন্যপাশে হাঁটতে ভালই লাগে এবং শান্ত পরিবেশটা অনিরাপদ মনে হয় নি। তাছাড়া এদিক ঐদিক দোলনা, হ্যামক এগুলো থাকার কারণে সন্ধ্যার পর সময়টা দারুণভাবে কেটে যায়।
তবে বয়স্ক ও কিছুটা অসুস্থদের জন্য এই রিসোর্ট কমফোর্টেবল হবে না সমতল না হওয়ার কারণে। যদিও পাহাড়ী যেকোন রিসোর্টের ক্ষেত্রে এটি সত্য এরপরও বলে রাখছি যাতে কেউ অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন না হোন।
পরিশেষে যা বললে নয় তা হল স্টাফদের আন্তরিকতা। তারা যে মন থেকেই ভাল সার্ভিস দেয়ার ব্যাপারে সচেষ্ট তা তাদের বডি ল্যাংগুয়েজ দেখলে বুঝা যায়। সব মিলিয়ে একটি লাইফ টাইম এক্সপেরিয়েন্স হয়েছে বান্দরবন এর এই রিসোর্টে তা বলাই যায়।
এক নজরে Green Peak Resort
বৈশিষ্ট্য / সুবিধা সমূহ | রেটিং (১০ এর মধ্যে) |
যোগাযোগ | ৯ |
আশেপাশের প্রাকৃতিক পরিবেশ | ১০ |
রুম ইন্টেরিয়র | ৮ |
রুম সার্ভিস | ৮ |
পরিস্কার পরিচ্ছন্নতা | ৯ |
নিরাপত্তা | ৯ |
রেস্টুরেন্টের খাবারের মান | ৮ |
Green Peak Resort এর আরো কিছু ফটো