নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সৈকত পাড়ের Inani Pebble Beach Resort

একবার কল্পনা করে দেখুনতো, কোলাহল থেকে বহুদূরে সবুজের সান্নিধ্যে দোলনায় দোল খেয়ে পাথরে আছড়ে পড়া সমুদ্রের নীল জলরাশি অবলোকন করছেন, সূর্যোদয়-সূযাস্তের সাক্ষী হচ্ছেন, শতভাগ সুরক্ষিত পরিবেশে থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন। আর এমনই শান্তির পরশ উপহার দেয়  “Inani Pebble Beach Resort”।

বিশেষত,সন্ধ্যাকালীন সময়ে রিসোর্টটির মনোমুগ্ধকর রুপ মাতোয়ারা করে দেয় পর্যটকদের।শহুরে ঝঞ্জাট থেকে দূরে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন রিসোর্টটি নিমিষেই  মন ভালো করে দিতে সম্ভব।

কক্সবাজার ইনানী সি বিচের সন্নিকটে নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটির মূল আকর্ষন হলো দৃষ্টিনন্দন বাগান। মুল ফটক পেরিয়ে যেতে যেতে  ছোট-বড় বৃক্ষরাজির অরণ্যে হারিয়ে যাবে যে কেউ।

বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেয়ারজন্য রয়েছে ব্যাঙের ছাতাকৃতির বসার জায়গা।

সব অত্যাধুনিক সুযোগ সম্বলিত এই রিসোর্টটির প্রত্যেকটি রুম অতীব সুন্দর ও পরিপাটি করে সাজানো সবুজেরছায়ায় বেলকনিতে দাঁড়িয়ে চায়েচুমুকদিয়ে উপভোগ করা যায় সাগরের উত্তাল ঢেউ।

সুস্বাদু খাবার স্বল্পমূল্যে সরবরাহ করতে রেস্টুরেন্ট কতৃপক্ষ বদ্ধপরিপক্কর। সামুদ্রিক খাবার এর পাশাপাশি বাঙালী, থাই,চাইনিজ খাবারেরও ব্যবস্থা রয়েছে এখানে।

রয়েছে “ক্যান্ডল লাইট ডিনার” সুবিধা,”বারবিকিউ পার্টি”র ব্যবস্থা।

“কনফারেন্স ফ্যাসিলিটি” থাকায় যেকোনো ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্টটি বেশ ভালো জায়গা ।রিসোর্টটির অন্য পাশের গেইট পেরোলেই সমুদ্র তাই একটু আয়েশ করে সমুদ্র দেখার জন্য রয়েছে সারি বাধা ” বিচ চেয়ার”।

“এয়ারপোর্ট ট্রান্সফার” সুবিধা ছাড়াও পর্যটকরা চাইলেই রিসোর্টের নিজস্ব গাড়ি হায়ার করতে পারে এবং গাড়ি পার্কিং এর জন্যও আছে নিরাপদ পার্কিং ব্যবস্থা। তাছাড়া  পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে কতৃপক্ষ অনেক বেশি সচেতন, রয়েছে পর্যটকদের “ব্যাগেজস্টোরেজ” সুবিধা। তাই একা গিয়েও ঘুরে আসতে কোনো বাধা নেই।

রিসোর্টটির স্টাফদের বন্ধুত্বপূর্ণ ও অমায়িক আচরণে “হোমলি ফিলিং” আসতে বাধ্য।বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সাথে সমুদ্র বিলাসে নতুন মাত্রা এনে দিতে পারে এই রিসোর্টটি।সদ্য বিবাহিত জুটির জন্য রয়েছেবিশেষ সুবিধা সম্বলিত “হানিমুন প্যাকেজ”।

তাই দেরি না করে সৈকতের পাশেই নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর জন্য চলে আসতে পারেন সবুজবেষ্টিত ” Inani Pebble Beach Resort” এ।

এক নজরে রিসোর্ট রিভিউ

বৈশিষ্ট্য/সুবিধাসমূহ রেটিং
যোগাযোগ
চারপাশের পরিবেশ
রুম সার্ভিস ১০
রুম ইন্টেরিয়র
পরিষ্কার-পরিচ্ছন্নতা
নিরাপত্তা ১০
হসপিটালিটি ১০
রেস্টুরেন্টের খাবারের মান
Share with your beloved

মন্তব্য করুন