স্নিগ্ধতায় ভরপুর শান্ত এক গ্রাম “Joleswari Resort”

ছায়াসুনিবিড় শান্ত কোনো এক গ্রামের চেয়ে কোনো অংশেই কম নয় গাজীপুরের “জলেশ্বরী রিসোর্ট”। গ্রামীণ প্রকৃতিতে সুসজ্জিতভাবে গড়ে তোলা রিসোর্টে ঢুকলে  ক্লান্ত পথিকও  আপনচিত্তে হারিয়ে যাবে এই সবুজবীথির মায়ায়। গেইট থেকে এগিয়ে যাবার প্রতিটি পদক্রমেই ফুলের সৌরভ বিমোহিত করে।

ভোরবেলায় পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙবে, সবুজ রাজ্য দু’বাহু বাড়িয়ে ডাকবে।স্নিগ্ধ পরিবেশে একান্তে সময় কাটানোর জন্য  গাছ-গাছালির ফাঁকে ফাঁকে আছে বসার জন্য প্রাকৃতিক চেয়ার। নানাধরণের বৃক্ষরাজির ভিড়ে তালগাছের সারি আরো শোভা ছড়াচ্ছে।

রিসোর্টটির অন্যতম আকর্ষন রবীন্দ্রসভুবন  ও নজরুল প্রান্তর।নিরিবিলি পরিবেশে বই পড়ার জন্য উত্তম এই দুই জায়গা যেন  কল্পনার জগতকেও হার মানায়।সাহিত্যপ্রেমী কিংবা প্রকৃতিপ্রেমীদের বিকেলকে আরো বেশি আনন্দদায়ক করে তুলতে এ স্থানদ্বয়ের জুড়ি নেই।

জলেশ্বরীতে জল থাকবে না তা কি হয়? আর তাই’তো আছে সুবিশাল এক লেক, যার উপরে দৃষ্টিনন্দন ধাতব ব্রিজ রয়েছে।লেকে উপভোগ করা যাবে নৌকাভ্রমণ, শিকার করা যাবে মাছ।সকালবেলা লেকের পাড়ে বসলে স্মৃতিতে রোমন্থল করবে ছেলেবেলার সেই ফেলে আসা দিনগুলি।

আধুনিক স্থাপত্যশৈলির তিনটি ভবনের প্রতিটি রুমেই রয়েছে প্রয়োজনীয় সব সুবিধা। খুবই সাদামাঠা ইন্টেরিয়র ডিজাইনের রুমগুলিতে  কৃত্রিমতার ছাপ নেই, নেই আতিশায্যের জোয়ার।গ্রামের বাড়িগুলোর মতোই  বারান্দায় দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য্য অবলোকন করা যাবে।

যেকোনো অনুষ্ঠান বা সভার জন্য রিসোর্টেটিতে রয়েছে কনফারেন্স রুম।পিকনিক কিংবা গেটটুগেদারের জন্য পারফেক্ট এই রিসোর্ট । প্রকৃতির সান্নিধ্যে ভোজনবিলাসের  জন্য রয়েছে বেশ বড়সড় রেস্টুরেন্ট;যেখানে পাওয়া যায় দেশী-বিদেশী বাহারী ধরণের খাবার।

শিশুরা যেন খোলামেলা পরিবেশে আরো বেশি খেলাধুলা করতে পারে সেজন্য আছে “কিডস জোন”।অনেকটা শিশুপার্কের আদলে তৈরি করা এই জোন। বড়রাও চাইলে আউটডোর গেইম খেলে  অবসর সময় কাটাতে পারেন। রাতে এই রিসোর্টের সৌন্দর্য্য অনেক গুণ বেশি বৃদ্ধি পায়।অল্প আলোয় ওয়াকওয়েতে হেঁটে বেড়ালে মনে হবে যেন গ্রামের সেই ছোট্ট পথে এগিয়ে চলছে গ্রামেরই সন্তান।রাত সবাই মিলে  যখন আড্ডা আর গানে ভরিয়ে রাখে আর  নির্জন এই রিসোর্টও প্রাণ ফিরে পায়।

শহুরে কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে ছুটে যেতে পারেন স্নিগ্ধতায় ভরপুর, সাজানো গ্রামেরই প্রতিচ্ছবি ” জলেশ্বরী রিসোর্ট”এ।

Share with your beloved

2 Comments

মন্তব্য করুন