সুইমিং পুলে দাঁড়িয়ে সামনের বিস্তৃত লেকের দৃশ্য উপভোগ করছেন আর মাঝে মাঝে সাঁতরাচ্ছেন। সাঁতরানোর ফাঁকে ফাঁকে এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ঘুরে আসতে পারেন কাপ্তাই এর লেকশোর রিসোর্টে।
লেকশোর রিসোর্ট কাপ্তাইয়ের আর্মি ক্যাম্পে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে এখানে পৌঁছাতে হয়তো (২-২.৫) ঘন্টা সময় লাগতে পারে। রিসোর্টটি সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। তাই পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসার জন্য এটি ১০০% নিরাপদ।
রিসোর্টে ঢোকার মুখে খুব সুন্দর একটা ব্রীজ চোখে পড়বে। আর রিসোর্টের ঠিক সামনেই দেখতে পাবেন সবুজ বাগানের মতো খোলা জায়গা। রিসোর্টটিতে সর্বমোট ৫টি রুম রয়েছে। আগে থেকেই বুকিং করে রাখা ভালো, কারণ বেশিরভাগ সময়ই সব রুম বুকড থাকে।
রিসোর্টের ঠিক পিছনেই রয়েছে, একটি অসাধারণ ইনফিনিটি সুইমিংপুল। তবে এর জন্য আগে থেকেই যোগাযোগ করে রাখা উচিত, অন্যথায় আপনাকে অপেক্ষা করতে হতে পারে সুইমিংপুলে নামার জন্য। এছাড়াও আপনি লেকে কায়াকিং করতে পারেন। তাছাড়া বোট তো রয়েছে ঘুরে আসার জন্য। নদীর মাঝেই দেখবেন ছোট ছোট দ্বীপ আর চারপাশে সবুজ পাহাড়। সবমিলিয়ে দারুণ একটি পরিবেশ।
তাছাড়া রয়েছে একটি পিকনিক স্পট। রিসোর্টের রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। আপনি সেখানে বসেই লেক ও চারপাশের মনোরম দৃশ্য দেখতে পাবেন। খাবারের অর্ডারটা আগে থেকেই দিয়ে রাখা উত্তম।
একটি কথা না বললেই নয়, রিসোর্টের রিসিপশনিস্ট, স্টাফ সবাই অনেক আন্তরিক। সেনাবাহিনী দ্বারা পরিচালিত বলে কিছুটা কড়াকড়ি রয়েছে। সেনাবাহিনীর কেউ পরিচিত থাকলে সবকিছুতেই বিশেষ সুবিধা পাবেন। রিসোর্টে রাতে থাকলে ভোরের দিকে দেখবেন মেঘগুলো ঠিক পাহাড়ের উপরে চলে এসেছে। এমন দৃশ্য দেখতে কিছুটা খরচ হলেও মন্দ কী?