সাজেক গিয়ে মেঘ দেখতে দেখতে ক্লান্ত হওয়া অস্বাভাবিক নয়। তবে সাজেকের মেঘের নয়নাভিরাম দৃশ্য দাড়িয়ে দেখতে গিয়ে ক্লান্ত হলে নিজের রুম থেকে আরামে বসে বা শুয়ে দেখতে পারবেন তেমনই একটি রিসোর্ট হলো ম্যাডভেঞ্চার রিসোর্ট।
সেনাবাহিনী গার্ড পোস্ট এর সামনে সাজেকের রুইলুই পাড়ার মাহমুয়ামে দোতলা বিশিষ্ট এই রিসোর্ট-টি অবস্থিত। ১১টি কক্ষ বিশিষ্ট এটি সাজাকের সব থেকে বড় রিসোর্ট যার রয়েছে অতিথিদের জন্য সবচেয়ে বড় রিসিপশন রুম, তাছাড়া একমাত্র এই রিসোর্ট-এ রয়েছে লাইব্রেরি সুবিধা যেখানে বই এর সাথে দৈনিক পত্রিকা পড়ারও সুযোগ রয়েছে।
এছাড়াও আরো যেসব সুবিধা আছে তা হলো :— সুসজ্জিত রুম, বিশাল বারান্দা, মেঘাসন ( মেঘ দেখার জন্য বিশেষ আসন), দুলে দুলে মেঘ আর পাহাড় প্রেম দেখার জন্য দোলনা, ব্যক্তিগত পার্কিং সুবিধা,নির্ভরযোগ্য নিরাপত্তা, ২৪ ঘণ্টা ফ্যান লাইট সুবিধা, ১৮ ঘণ্টা মোবাইল চার্জিং ক্যাপাসিটি ও এর জন্য ৩ ঘণ্টা জেনারেটর সুবিধা ও পানির ভালো ব্যবস্থা।
পরিস্থিতির উপর ভিত্তি করে রুম এর ভাড়া কম বেশি হলেও বেশিরভাগ সময় সিঙ্গেল বেড ও ডাবল বেড এর ভাড়া থাকে যথাক্রমে ২৫০০ টাকা এবং ৩০০০ টাকা।খাবার এর ক্ষেত্রে তাদের মেনু থেকে পছন্দ মত অর্ডার দিতে পারবেন আর অনুমতি নিতে পারলে নিজেরা বারবিকিউ পার্টিও করতে পারবেন।
তাছাড়া সাজেক হোটেল বা আদিবাসি ঘরে গিয়েও খেতে পারবেন তবে এক্ষেত্রে বাম্বু চিকেন, বাঁশ কোঁড়লের ভাজি, থানকুনি পাতার সালাদ, ব্যাম্বু চা এর মত ঐতিহ্যবাহী খাবার গুলোর স্বাদ নিতে ভুলবেন না কিন্তু।
ঢাকা থেকে সাজেক যেতে চাইলে,
আরাম বাগ – সেন্টমার্টিন,
ফকিরাপুল – এস আলম, শ্যামলী,
গাবতলী – ঈগল,সৌদিয়া, শান্তি ,হানিফ, ইকোনো বা হিমাচল পরিবহনে যেতে হবে। এরপর খাগড়াছড়ি থেকে মাহিন্দ্রা বা চাঁদের গাড়িতে চড়ে দীঘিনালা আর দীঘিনালা থেকে সাজেক যেতে হবে । উপরে উল্লিখিত বাস গুলোর মধ্যে একমাত্র শান্তি পরিবহন ঢাকা থেকে দীঘিনালা পর্যন্ত যেতে পারে বাকিরা খাগড়াছড়ি পর্যন্ত যায়।এভাবেই পৌঁছে যাওয়া যাবে মেঘ পাহাড়ের লীলাভূমি সাজেকে।
ম্যাডভেঞ্চার রিসোর্ট সম্পর্কে যেকোনো তথ্য জানতে বা বুকিং দিতে চাইলে যোগাযোগ করতে পারেন 01885-424242 ।