Mayadeep cottage

মায়াদ্বীপ কটেজ – সেন্টমার্টিন এর একটি নিরিবিলি রিসোর্ট

সেন্টমার্টিন গিয়ে কোলাহলে থাকা কারো পছন্দ নয়। একদিকে নিরিবিলি পরিবেশ আর অন্যদিকে ইনডোর ফ্যাসিলিটি –  এই দুইটির কম্বিনেশন পাওয়া যাবে  সেন্টমার্টিন এর মায়াদ্বীপ কটেজ রিসোর্টে।

চোখ বন্ধ করে একটিবার ভাবুন,  সুর্যাস্তের একফালি রোদে সিড়িতে বসে প্রিয় মানুষটির সাথে চায়ের কাপের চুমুক অথবা দোলনায় শুয়ে রাতে খোলা আকাশের তারা গুণার প্রয়াস।নারকেল গাছের বাতাসের সপন্দন ও ঢেউয়ের প্রতিধ্বনি তে বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি! এমন ইচ্ছেগুলো সত্যিকার অর্থে উপভোগ করতে পারেন মায়াদ্বীপ কটেজ রিসোর্টে।

নারিকেল গাছঘেরা  ও সবুজের মায়াবী সমারোহের জন্য মায়াদ্বীপ কর্টেজ হতে পারে আপনার পছন্দের রিসোর্টটির মধ্যে একটি। যেসব কারনে মায়াদ্বীপ কটেজকে রিসোর্ট হিসেবে বেছে নিবেন, চলুন  একনজরে দেখে আসা যাকঃ

  • সুপরিকল্পিত ব্যবস্থাপনা: মনোরোম পরিবেশে আউটিংসহ, ইনডোর ফ্যাসিলিটির জন্য আছে কাঙ্খিত সিংগেল অথবা ডাবল বেড রুম। গ্রুপ ভিজিটিং এর জন্য ও সুযোগ রয়েছে।এছাড়া,সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশিপানি ও বিদ্যুতের সুব্যবস্থা।
  • রাতের ক্যাম্পিংঃ বন্ধুবান্ধবের সাথে তাবু টানিয়ে থাকার মজাটা উপভোগ করতে কে না চায়?! যা মায়াদ্বীপ কর্টেজ এ ব্যবস্থা আছে।
  • দোলনাঃ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হোক দোলনায় দুলে। নারিকেল গাছের ছায়ায় সমুদ্রের ডেউয়ের চান্ধল্যকর ঢেউয়ের আওয়াজ চোখ বন্ধ করে উপভোগ করার জন্য এর থেকে বেটার আর কি উপায় আছে?
  • সানসেট ভিউঃ রিসোর্টের অন্যরকম অনুভুতিটা উপলব্ধি করা যায় যখন সন্ধ্যার গৌধুলির একফালি আলোতে ছেয়ে যায় মায়াদ্বীপ কটেজ!
  • BBQ-কর্নারঃ সুসজ্জিত BBQ Corner এ আলাদা সেফ মাস্টার দ্বারা সার্ভ এর ব্যবস্থা রয়েছে।
  • স্টাফঃ সার্বক্ষনিক আপনার ট্যুরের প্রয়োজনীয় ব্যবস্থাপনায় স্টাফদের আপ্যায়ন এবং আন্তরিকতা আপনাকে নিরাশ করবেনা আশা করি।

ভুল হোটেল নির্বাচন আপনার সেন্টমার্টিন ভ্রমণটাই নষ্ট করে দিতে পারে। সেইদিক দিয়ে মায়াদ্বীপ কটেজ রিসোর্ট আপনার ট্যুরটা স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে সেটা বলাই যায়।

Share with your beloved

মন্তব্য করুন