প্রকৃতির কাছাকাছি ও সৃজনশীলতা এই দুইটির সমন্বয় বাংলাদেশের যে কটি রিসোর্ট করতে পেরেছে তার মধ্যে কক্সবাজার এর Mermaid Beach Resort সম্ভবত অন্যতম।
রিসোর্টে প্রবেশ করেই মনে হল বাংলাদেশের কোন সাজানো গোছানো গ্রামে চলে এসেছি। হয়ত এই কারণে বিদেশী পর্যটকদের কাছে কক্সবাজার এর এই রিসোর্টটি প্রথম পছন্দ। প্রথমদিন তো দুপুর খাবার খেতে গিয়ে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি দেশের বাইরে চলে এসেছি কারণ রেস্টুরেন্টের ম্যাজরিটি কাস্টমার ছিল ফরেইনার!
যে জিনিসটি সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল প্রতিটা ক্ষুদ্র বিষয়গুলো যত্ন সহকারে সাজানো আর পরিবেশের কোন ক্ষতি না করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সুন্দরভাবে পরিবেশের অংশ বানিয়ে ফেলা। আর লাইটিং এর কথা কি বলব এক কথায় অসাধারণ। পুরো রিসো্র্ট ঘুরে দেখার পর কখনো মনে হবে না আর্টিফিসিয়ালি ওভারলাইটিং করা হয়েছে।
খাবারের ব্যাপারে যে কথাটি না বললে নয় সেটি হল রান্নার পদ্ধতি। বেশিরভাগ রেসিপিতে অযথা মসলা ও তেল ইউজ হয়নি বললেই চলে আর মোস্টলি স্ট্রীম বয়েলড। মীট এর পরিবর্তে সী ফুডের আধিক্যের ব্যাপারটা ভালো লেগেছে।
কক্সবাজার এর রিসোর্টগুলোর মধ্যে সবচেয়ে বিলাসবহুল হানিমুন প্যাকেজ মারমেইড বীচ্ রিসোর্টই অফার করে । যারা কক্সবাজার এর সৌন্দর্য্য উপভোগ করতে চান নিরিবিলিতে প্রিয়মানুষের সাথে তাদের জন্য এর চেয়ে ভাল রিসোর্ট হয় না।
Oshadharon sundor, r grammo porbesj, amake mugdho koreche, cox bazar e prokritir majhe amon gramin resort dekhe ami sotti e bimohito, it kather deal theke chuti nie oboshoy asbo, cox bazar e apnader resort ee… Dhonnobad.
ধন্যবাদ। যদিও এটি আমাদের রিসোর্ট নয় কিন্তু বাংলাদেশের সব সুন্দর রিসোর্টগুলো মানুষজন ঘুরে আসুক এটাই আমাদের প্রত্যাশা। আর আমাদের ফেসবুক পেইজে চোখ রাখুন নতুন নতুন রিসোর্ট সম্পর্কে জানতে।
https://www.facebook.com/resortdiary/