Nazimgarh Resort – সিলেটের মনোমুগ্ধকর একটি রিসোর্ট

লোকারণ্য থেকে বেশ দূরে যেখানে ভোরে ঘুম ভাঙে পাখিদের কলকাকলীতে, চায়ের দেশে চায়ের কাপে চুমুক দিয়ে চা-বাগানের সবুজ রাজ্যে ডুবা যায়, শিয়রে তাকালে উঁচু অট্টালিকার সারির বদলে দেখা মিলে সীমান্তবর্তী সবুজ মেঘময় মেঘালয় পাহাড়ের সারি, খাসিয়াপল্লীর জনজীবন, পাশেই স্রোতস্বিনী নদীর সবুজাভ নীল জলরাশির সৌন্দর্য্য অবলোকন করা যায়, সন্ধ্যায় ঝিঝিপোকার ডাক স্মৃতিকাতর করে তোলে, গাড়ির হর্নের আওয়াজে বিরক্ত না হয়ে বরং এখানে রাতের নিস্তব্ধতায় নিজেকে খুঁজে ফিরতে হয়। বলছিলাম পাহাড়ের কোলের অপরূপ শ্যামল দ্বীপ  “নাজিমগড় রিসোর্ট” এর কথা।

প্রকৃতির অপরূপ লীলাভূমি সিলেটের জৈন্তাপুরে অবস্থিত রিসোর্টটির মূল গেইট পেরিয়ে পাহাড়ী মেঠোপথে হেঁটে অপূর্ব দৃশ্য দেখে  ক্লান্ত পথিক মুগ্ধ হয়।

পুরো এলাকাকে সবুজের আবরণে অত্যাধুনিক নির্মাণশৈলী দিয়ে সাজানো হয়েছে। প্রকৃতির স্পর্শে এই রিসোর্টে রাত্রী যাপনের জন্য আগেভাগেই বুকিং দিতে হয়।ভিন্ন ভিন্ন সুবিধায় কয়েক রকম রুমের ব্যবস্থা আছে এখানে।জানালা দিয়ে মনোমুগ্ধকর “হিল ভিউ”” স্কাই ভিউ” দেখা যায়। বিশাল টেরেস,ভিলার পাশাপাশি এখানে পর্যটকদের  থাকার জন্য রয়েছে ছোট ছোট কটেজ। একেকটির ভাড়া একেক রকম হলেও প্রত্যেকটিই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত

রিসোর্টে  আছে দৃষ্টিনন্দন বাগান, সুইমিং পুল, স্পা, পিকনিক ও ক্যাম্পিং স্পট। বিভিন্ন ধরণের খেলাধুলার বাইরেও পর্যটকরা চাইলে এখানে সাইক্লিং, হাইকিং, রাইডিং করতে পারেন।

রয়েছে স্পিড বোটে চড়ে সারী নদী হয়ে লালাখাল ভ্রমণের সুবর্ণ সুযোগ। সারী নদীর মিতালিতে কায়াকিং এর পাশাপাশি “টেন্ট ক্যাম্প” করে প্রকৃতির কোলে সংঘবদ্ধ হয়ে সুন্দর সময় কাটানোর সুযোগ কেই বা হাতছাড়া করবে!

এই রিসোর্টের অন্যতম আকর্ষন পাহাড় চূড়ায় থাকা “ওয়াচ টাওয়ার” থেকে এক পলকেই উপভোগ করা যায় মেঘালয়ের পাহাড়, লালাখালের অপরুপ সৌন্দর্য্য, পুরো রিসোর্টের নয়নাভিরাম দৃশ্য, সূর্যোদয়-সূর্যাস্তের ছন্দ।

পর্যটকদের বিনোদন,সুবাতাস উপহার দেয়ার সাথে এই রিসোর্ট উপহার দেয় মানসম্মত খাবার।নিজস্ব রেস্টুরেন্ট তিনবেলা ব্যুফের সুবিধা আছে, চাইলেই চাহিদা মতো খাবার ও অর্ডার দেয়া যাবে।দাম তুলনামূলক বেশি হলেও দেশী,চাইনিজ,থাই,ইন্ডিয়ান খাবারের বিরাট সমাহার থাকে এই রেস্টুরেন্টে।

রাতে টেন্ট সাইটে বারবিকিউ পার্টির পাশাপাশি পর্যটকরা চাইলে নিজেরাই “আউটডোর কুকিং” করতে পারেন।রিসোর্টের প্যাকেজ,ডিস্কাউন্ট,সুবিধা সমুদয় সম্পর্কে জানতে তাদের নিজস্ব ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।

ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে এই রিসোর্টে গেলে একসাথে বহু সৌন্দর্যের সমাহার উপভোগ করা যায় সবুজবীথির মায়ায় দু’দন্ড শান্তির পরশ পেতে চলে যেতে পারে  নৈসর্গিক সৌন্দর্যের আধার “নাজিমগড় রিসোর্ট” এ।

Share with your beloved

মন্তব্য করুন