নভেম ইকো রিসোর্ট – শ্রীমংগলের নয়নাভিরাম একটি রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে অবস্থিত নয়নাভিরাম নভেল ইকো রিসোর্ট আপনাকে ভুলিয়ে দিবে শহরের কর্মব্যস্ত কোলাহলময় দিনগুলোর অবসাদাচ্ছন্ন ভাব । প্রকৃতির অপরূপ সান্নিধ্যে যেন হারিয়ে যাবেন আপনি।

প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি উপভোগ যেন আপনি করতে পারেন এজন্য রিসোর্ট টির কিছু  রুম পুরোপুরি প্রাকৃতিক ভাবে তৈরি।বাশের কটেজ এর কথায় ধরুন না।পুরোপুরি বাশের তৈরি এই কটেজ টিতে কিন্তু আবার সুইমিংপুল থেকে শুরু করে এসি সহ সব আধুনিক সুযোগ সুবিধায় আছে। আপনি একদিকে যেমন পুরোপুরি প্রকৃতির সান্নিধ্য পাচ্ছেন আবার আধুনিক সুযোগ সুবিধাও পাচ্ছেন শতভাগ।

আরও আছে মাড হাউজ, ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা, কাপল ভিলা সহ বিভিন্ন ধরনের আরমদায়ক থাকার ব্যবস্থা।শহর থেকে আসা পর্যটক দের যেন কোন অসুবিধা না হয় এজন্য আছে ওয়াই ফাই,এলইডি টিভি,এসি,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।আরও আছে সুবিশাল সুইমিংপুল সহ চতুর্দিকে সবুজের ছোয়া মেলে রাখা গাছপালা।

শহর থেকে অফিসের গ্রুপে ভ্রমণ করতে আসলেন।হঠাৎ একটা জরুরী কাজ দেখা গেল,সবার মিটিং এ বসা দরকার।এই অবস্থার কথা মাথায় রেখে রিসোর্ট টিতে সংযুক্ত করা হয়েছে বিজনেস কনফারেন্স রুম।

নভেল ইকো রিসোর্ট এর খাবার তো অসাধারণ সুস্বাদু। ছুটি উপভোগ করতে এসে খাবারের জন্য বাইরে যেয়ে সময় অপচয় এর দরকার ই পড়বে না।রিসোর্ট টির আছে সুদক্ষ ও অভিজ্ঞ শেফ যিনি বাংলা,চাইনিজ সহ অনেক ধরনের খাবার তৈরিতে অভিজ্ঞ। সুস্বাদু খাবারের জম্য হোটেলে আপনার ফিরে আসতে মন চাইবে বারবার।

এয়ারপোর্ট থেকে আপনাকে পিক করার অথবা যাওয়ার সময়ে ড্রপ করার সময় যানবাহন এর ব্যবস্থা আছে নভেল ইকো রিসোর্ট এ।আছে, সাইক্লিং, ইনডোর গেমস, কার পার্কিং, লন্ড্রি সার্ভিস এর সার্বক্ষণিক সুবিধা।আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা।

রিসোর্টের কর্মকর্তা কর্মচারী সবার ব্যবহার অত্যন্ত অমায়িক। ছুটির মুহুর্ত গুলো যেন বাতাসের বেগে চলে যাবে।একবার আসলে বারবার ফিরে আসতে মন চাইবেই। বিবাহ পরবর্তী দম্পতি দের হানিমুন এর জন্য আছে আলাদা স্যুট। আছে পরিবার,বন্ধুবান্ধব,অফিসিয়াল ভ্রমণের জম্য আলাদা আলাদা প্যাকেজ।

আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য যদি হয়  শ্রীমঙ্গল তাহলে নভেম ইকো রিসোর্ট নিঃসন্দেহে ভাল একটি নির্বাচন হবে প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য।

Share with your beloved

মন্তব্য করুন