রাংগামাটির লেকে নৌকায় ভাসার সময় অনেকের মনে হয়ত কখনো এই আশাটি উঁকি দিয়েছে ইশ্ যদি লেকের ধারে একটি ছোট বাড়ি বানিয়ে থাকতে পারতাম। এই আশাটি কিছুটা হলেও পূরণ করে দিবে লেকের কিনারা ঘেঁষে বানানো পলওয়েল পার্কের সুন্দর কটেজগুলো।
কটেজগুলোর বারান্দা হতে লেকের ভিউটা এতটাই অসাধারণ যে এখানে বসেই কাটিয়ে দেয়া যায় কয়েক ঘন্টা। আর আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রুমগুলোও বেশ পরিপাটি। দিনের আলোর পরিবর্তনের সাথে সাথে লেকের বিভিন্ন রূপ প্রকাশ হতে শুরু করে, সেই সাথে কটেজের আশেপাশের পরিবেশটাও বদলাতে থাকে দারুণ বিচিত্রতায়।
রিসোর্টে থাকা পুরো সময়টা যেন আরো উপভোগ্য হয় সেজন্য সুইমিং পুল তো আছেই। এমন লেকভিউ পুলও বাংলাদেশে হাতেগোণা কয়েকটির বেশি পাওয়া যাবে না এটা নিশ্চিতভাবে বলা যায়। আর রিসোর্টের পাশেই আছে একটি বড় বিনোদন কেন্দ্র যেখানে রয়েছে কায়াকিং, প্যাডেল বোট, জেট স্কিইং সহ বিভিন্ন রকম রাইডের সুবিধা।
সবকিছু মিলিয়ে বলা যায় একটি রিল্যাক্স ট্যুরের জন্য বেশ ভাল একটি গন্তব্য। বাংলাদেশে যে কটি লেক রিসোর্ট আছে তার মধ্যে পলওয়েল কটেজ অন্যতম তা নিঃসন্দেহে বলা যায়।