কার না ইচ্ছে হয় সবুজঘেরা বাংলোর বারান্দায় বসে সতেজ সকাল, পুকুরের পাড়ে বসে অলস দুপুর পার করতে কিংবা পড়ন্ত বিকেলে ঘনসবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটতে। আর এইসব আয়োজন একসাথে পেতে পারেন বাংলো এবং গ্রাম্য পরিবেশের কম্বিনেশনে নির্মিত রিভেরি হলিডে রিসোর্টে।
বিশাল ফার্মহাউজ ও লাক্সারিয়াস শৌভাবর্ধন বাংলো থেকে দেখা সবুজের মাঝে সাদা পালকের পাখিদের মুক্ত বিলাসিতায় অবাক তো হবেন প্রতিটিবার! বাংলো এর ভিতরকার আলংকারিক সুক্ষতা রুমের সিড়ি গুলোয়! বাঁশ ও মাটির বারান্দায় কিংবা ছাঁদে বাঁশের ছাউনিতে পুর্নিমা চাঁদের আলো কুড়ানোর সাথে বসে গল্পের সুতোটানে বোধ হয় খুব একটা বাধা পড়বে না।
পুকুরঘাটে বুনো হাঁসের দলবেঁধে ছুটে চলার দৃশ্য পলকে, নৌকায় বসে একটু প্রানস্পন্দনের সজীবতায় আকুল মনকে খুঁজে পাওয়া দুস্কর বৈকি?! আরেকটু প্রকৃতির ইশারায় টগবগ চোখের চাহনি মেলাতে রিসোটের এই পুকুরের মনোরম পরিবেশে সময় ব্যায় মন্দ নয়!
রিসোর্টের বড় মাঠের আশেপাশে বিশাল বড় খেজুর গাছ, আমগাছ এর ছায়ায় বসার বেন্ঞ্চিগুলো রহস্যময় এক স্মৃতির জানান দেয়। এই ধরুন কল্পনার রস মিশিয়ে গল্পের ধাঁধায় বিভোর থাকতে চাচ্ছেন অথবা প্রিয়জনের হাতে হাত রেখে স্মৃতিময় দিনগুলোর পরশ টানতে চাচ্ছেন!
আরেকটি আকর্ষন,শীতকালে দেখা পেতে পারেন, খেজুর গাছহতে খেজুরের রস জমা করা চাষি ভাইকে। সত্যই যেন একটি শহুরে গ্রামে আপনার আগমনের সুফলপেতে চলেছেন। রিসোর্টের পথ হোক কিংবা মাঠ, হাটতে হাটতে বাহারি রঙ্গের গ্ল্যাডিয়াস ও গাঁদা ফুলের সমারোহে আরেকটু সতেজতা বাড়ায়! দোলনায় বসে প্রকৃতির ব্যস্ততায় নিজেকে আবদ্ধ করাতে হয়ত দ্বিতীয়বার ভাবতেই চাইবেন নাহ্।
পরিবারের বড়দের কথা চিন্তা করলেই হবে? বাচ্চাদের জন্য ও তো ভাবতে হবে। বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন! বাচ্চাদের কোলাহল ছাড়া কি আর ট্যুর ভেন্যু উপলব্ধি হয়?
রাতের আলোকসজ্জায় রিসোর্টের পরিবেশ যেন একমুঠো সোনালী রাতের যোগান দেয়। সাথে বারবিকিউ পার্টির সংযোগ পরিবার বা প্রিয়জনদের সাথে ভিন্ন আমেজের যোগান দেয়।এমন রাতে যদি চান ক্যান্ডেল লাইট ডিনার তা কি সম্ভব! জ্বী, সুসজ্জিত রেস্তোরাঁয় প্রিয়জনের সাথে পছন্দমত ডেকোরেশন এর ক্যান্ডেল লাইট ডিনারে বেশ রোমান্ঞ্চকর সময় কাটাতে পারেন।
রেস্তোরাঁর পরিবেশ ও পরিচ্ছন্নতা এবং সাথে খাবারের মেন্যুর আয়োজন বরাবরের মতোই ভালই। স্টাফদের আথিয়েতায় ও নিরাশ হওয়ার অবকাশ নেই।
ওহ হ্যাঁ! বলতেই যে ভুলে গেলাম। জীবনের মুল্যবান মুহুর্তগুলো ফ্রেমবন্দি করতে রিসোর্টে থাকছে নানা আয়োজন এর সুযোগ! যেমন এই ধরুন, বিয়ে কিংবা এনিভার্সারি! পরিবার, প্রিয়জনের সাথে স্মৃতিময় ট্যুর কিংবা আনন্দঘন মুহুর্তের স্বাক্ষী হিসেবে গাজীপুরের রিভারি রিসোর্ট হতে পারে অন্যতম পছন্দ।