সাইরু – বান্দরবনের সবচেয়ে সুন্দর রিসোর্ট

আর্কিটেকচারাল বিউটি ও ন্যাচারাল বিউটি এই দুটির পারফেক্ট কম্বিনেশন হলে পুরো পরিবেশটা কতটা অন্যরকম হতে পারে তার প্রমাণ Sairu Hill Resort

এই রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র এত যত্ন সহকারে করা হয়েছে যে এখানে থাকার মুহূর্তগুলোতে মু্গ্ধতা মিশে থাকবে। নিঃসন্দেহে এখানকার অন্যতম সৌন্দর্য্য ইনফিনিটি পুল যেটিকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সুইমিং পুল বলা হচ্ছে। আর রুমের ব্যালকনি থেকে পাহাড়ের উপর মেঘের আবরণ পড়ে থাকার দৃশ্যটা তো অদ্ভূত সুন্দর যেটির একটি ভিডিও লিংক পোস্টের শেষে দেয়া আছে।

তাছাড়া হাঁটার পথের দুধারে নাম না জানা অনেক রকম ফুলের বাগান, রেস্টুরেন্টের পাশে জমে থাকা পানিগুলোতে ছোট ছোট মাছদের বিচরণ, রিসোর্টের স্টাফদের আন্তরিকতা, রাতে পুরো এরিয়াতে প্রকৃতির সাথে মিশে থাকা লাইটিং, হঠাৎ হঠাৎ মেঘগুলোর রেস্টুরেন্টে ঢুকে গিয়ে পুরো পরিবেশটা ঠান্ডা করে দেওয়া এমন সব আরো অনেক অভিজ্ঞতা পুরো ট্যুরটা অসাধারণ করে তোলার জন্য যথেষ্ট।

সবকিছুই হয়ত প্রকাশ করা সম্ভব নয় তবে আপলোড করা ফটোগুলো কিছুটা ধারণা দিতে পারে। দেশের ভেতর এমন পরিবেশ খুব বেশি রিসোর্টের নেই সেটা বলাই যায়। সময় ও সুযোগ থাকলে ভ্রমণ পিপাসুদের উচিত হবে না এমন এক্সপেরিয়েন্স মিস করা।

 

https://youtu.be/8jRu-0JGInI
ভোরে মেঘের আবরণ পড়ে থাকার ভিডিও

ইউটিউবে দেখতে: https://youtu.be/8jRu-0JGInI

Share with your beloved

2 Comments

মন্তব্য করুন