সারাহ রিসোর্ট - গাজীপুর

সারাহ রিসোর্ট – গাজীপুর এর সবচেয়ে বড় রিসোর্ট

বিস্তৃত প্রাকৃতিক পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় সুন্দর করে গোছানো, পরিচ্ছন্ন তাহলে আর কথায় নেই। গাজীপুর এর Sarah Resort এমন একটি রিসোর্ট যেটাতে প্রবেশ করলে মনে হবে একটি ছোটখাট সাজানো গ্রামে চলে এসেছি যেখানে রয়েছে নির্মল বিনোদনের সকল উপকরণসমূহ। আর্টিফিসিয়াল লেক যেমন রয়েছে, আবার ন্যাচারাল লেকও রয়েছে। ঠিক একইভাবে পুকুরও! এ ব্যাপারটি দারুণ লেগেছে।

সারাহ রিসোর্ট ওয়াটার লজ
ওয়াটার লজ

আরেকটি ব্যাপার দারুণ লেগেছে টেকনোলজির পারফেক্ট ইউজ। পুরো এলাকাটিতে ইন্টারনাল ওয়্যারলেস নেটওয়ার্ক আছে যাতে স্টাফরা যেকোন সময় কন্ট্রোল রুমে কমিউনিকেট করতে পারে। এই যেমন লেকে ঘোরার জন্য গেলাম কিন্তু বোট স্টার্ট করার কেউ ছিল না। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক স্টাফকে বলতেই কন্ট্রোল রুমে জানিয়ে দিল এবং কয়েক মিনিটের মধ্যেই বোটম্যান হাজির!

সারাহ রিসোর্ট গাজীপুর
আড্ডায় মেতে উঠার স্থান

সাইকেলের বিভিন্ন ভারশনগুলি মজা লেগেছে যেগুলোতো একসাথে দুইজন আবার কোনটিতে একসাথে তিনজনও চালাতে পারে। বাচ্চাদের জন্য বলা যায় বিনোদনের বিশাল আয়োজন। আর বড়দের জন্য আছে বেশ বড়সড় ইনডোর গেম জোন। আর আউটডোর টেনিসকোর্ট, ফুটবল মাঠ তো আছেই।

সারাহ রিসোর্ট গাজীপুর
প্রাকৃতিক লেক

সম্ভাবনা থাকার পরও বাংলাদেশের ট্যুরিজম কিছুটা পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলা যায় প্রাকৃতিক পরিবেশের যত্ন না নিয়ে শটকার্টে ট্যুরিস্ট স্পটগুলো তৈরি করা। সেইদিক দিয়ে গাজীপুর এর সারাহ রিসোর্টকে অনুকরণীয় বলা যায় লংটার্ম প্ল্যান ও আন্তর্জাতিক মানের সার্ভিসের জন্য।

একনজরে সারাহ রিসোর্ট

বৈশিষ্ট্য / সুবিধা সমূহ রেটিং (১০ এর মধ্যে)
যোগাযোগ
আশেপাশের প্রাকৃতিক পরিবেশ
রুম ইন্টেরিয়র ১০
রুম সার্ভিস
পরিস্কার পরিচ্ছন্নতা ১০
নিরাপত্তা ১০
রেস্টুরেন্টের খাবারের মান

এই ভিডিওটি দেখলে এটির পরিবেশ সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যাবে

https://youtu.be/uRjRSK2B_n8
Share with your beloved

মন্তব্য করুন